রোজার নিয়ত বাংলা | rojar niyat bangla
আমরা সকলেই অবগত আছি যে, মাত্র দিন দশেক পরেই শুরু হবে পবিত্র মাস রমজান। রমজান উপলক্ষে রোজার নিয়ত সম্পর্কে জানাটা খুবই গুরুত্বপূর্ণ। যা মূলত আজকের এই নিবন্ধের আলোচনার বিষয়বস্তু।
চাঁদ দেখার উপর নির্ভর করে আগামী ১১ই মার্চ ২০২৪ সালে শুরু হতে পারে মাহে রমজান এবং তারাবির নামাজ। মুসলমানদের জন্য এটি একটি অত্যন্ত ফজিলতপূর্ণ এবং ইবাদতের মাস। তাই রোজা সম্পর্কিত বিভিন্ন মাসয়ালা-মাসায়েল জানাটা আমাদের ঈমানী দায়িত্ব।
রোজার নিয়ত করার নিয়ম
রোজার নিয়ত বাংলায় এইভাবে করবে, ”আমি আগামীকাল রমজানের রোজা রাখার নিয়ত করছি” এই বলে নিয়ত করলে যথেষ্ট হয়ে যাবে। মূলত নিয়ত হলো দিলের ইচ্ছা। আপনি যে আগামীকাল রোজা রাখবেন এর ইচ্ছা মনে মনেই থাকবে, তবে মুখে উচ্চারণ করা ভালো।
আরো পড়ুন:- তারাবির নামাজের দোয়া, মোনাজাত বাংলা ও আরবি
তারপরেও আমাদের সমাজে যে প্রচলিত আরবি নিয়ত রয়েছে সেটা তুলে ধরলাম
রোজার নিয়ত আরবি | rojar niyot Arabic
نَوَيْتُ اَنْ اصُوْمَ غَدًا مِّنْ شَهْرِ رَمْضَانَ الْمُبَارَكِ فَرْضَا لَكَ يَا اللهُ فَتَقَبَّل مِنِّى اِنَّكَ اَنْتَ السَّمِيْعُ الْعَلِيْم
রোজার নিয়ত বাংলা উচ্চারণ
নাওয়াইতু আন্ অুসু’মা গাদান মিন শাহরি রমজানাল মুবারকি ফারদান লাকা ইয়া আল্লাহ ফাতাক্বব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম।
রোজার নিয়ত বাংলা | Rojar niyot bangla
আমি আগামীকাল রমজান মাসের ফরজ রোজা রাখার নিয়ত করছি, হে আল্লাহ! তুমি আমার নিয়ত কবুল করো। তুমিই সর্বশ্রবণশক্তিমান, সর্বজ্ঞ।
নফল রোজার নিয়ত কখন করতে হয়
নফল রোজা এবং ফরজ রোজা উভয়ের রোজার নিয়ত করার সময় একই। অর্থাৎ শরয়ী নিসফুন নাহার পর্যন্ত নফল rojar niyat করা যাবে। নিসফুন নাহার এর সময় এবং এর পরে নফল রোজার নিয়ত করা যাবে না।
নিসফুন নাহার জানার জন্য সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত কয় ঘন্টা দেখতে হবে। যদি ১২ ঘণ্টা হয় তাহলে প্রথম ৬ ঘন্টা তে নফল এবং ফরজ rojar niyot করা যাবে, এর পরে করা যাবে না। অর্থাৎ সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত সময়কে দুই ভাগ করে, প্রথম ভাগ শেষ হওয়ার আগে আগে নিয়ত করলে হয়ে যাবে।
তবে এর আগে আপনাকে নির্দিষ্ট ভাবে জেনে নিতে হবে সেহরি ও ইফতারের সময়সূচি। আপনি যেদিন রোজা রাখবেন ওই দিন রোজার নিয়ত করার জন্য, আর সময় বাকি আছে কিনা জানতে হলে ইফতারের সময়সূচি জানা আবশ্যক।
রোজার নিয়ত কিভাবে করতে হয়?
রোজার নিয়তের সময় অনুযায়ী আমি ”আজকে নফল/ফরজ রোজা রাখছি বা রোজা রাখলাম” বলে নিয়ত করলেই হয়ে যাবে বা করতে হয়।
রোজার নিয়ত এর দোয়া কি?
নাওয়াইতু আন আছুমা গদাম মিং শাহরি রমাদ্বানাল মুবারকি ফারদ্বল্লাকা ইয়া আল্লাহু ফাতাক্বব্বাল মিন্নি ইন্নাকা আংতাস সামিউল আলিম।
রোজা রাখার নিয়ত কি?
রোজা রাখার জন্য মনে মনে বা উচ্চারণ করে এই বলবে যে ” আমি আগামীকালকের রমজানের ফরজ রোজা আদায় করবো”
আরো পড়ুন: তারাবির নামাজের নিয়ম কানুন মহিলাদের