আমার নাম মোঃ আরিফ, আমি গত আড়াই বছর ধরেই ব্লগিংয়ে বিভিন্ন বিষয় নিয়ে লেখালেখি করে আসছি। মূলত আমি ছোট থাকতে থেকেই অনলাইনে কিভাবে উপার্জন করা যায় এ বিষয় নিয়ে অনেক ঘাটাঘাটি করি। এক পর্যায়ে এসে আমি ব্লগিং এর সন্ধান পাই, এখান থেকে অ্যাডসেন্স কিংবা স্পন্সরের টাকা উপার্জন করা যায়।
তবে আমি বিশেষত কোন একটা জিনিস নিজে জানতে পছন্দ করি এবং অন্যকে জানাতে দ্বিধাবোধ করি না। আমার বিভিন্ন বিষয়ের উপর ব্লগ আছে, কিন্তু চিন্তা করলাম ইসলামিক বিষয়ে একটা ব্লগ ওয়েবসাইট তৈরি করতে। মূলত তারই ভিত্তিতে নামাজের নিয়ম এই ওয়েবসাইটটা আমি তৈরি করি।
তাই আপনারা যারা মনে করেন যে, বিভিন্ন নামাজের নিয়ম যেমন তাহাজ্জুদ, সালাতুত তাসবিহ কিংবা অন্যান্য ফরজ, নফল নামাজ ইত্যাদি কিভাবে পড়তে হয় এ বিষয়টা জানা অনেক প্রয়োজন। তারা আমাদের এই ওয়েবসাইটে ফলো করতে পারেন।
আপনারা যদি বিভিন্ন নামাজের নিয়ম সম্পর্কে জানতে চান , তাহলে নিচে সার্চ বক্সে সার্চ করে দেখতে পারেন।