রোজা কত তারিখে ২০২৪ | রমজান ১৪৪৫
কমবেশি আমরা সকলে অবগত আছি যে মাত্র কয়েক দিনের মধ্যেই রমজান ২০২৪ শুরু হবে। কিন্তু রোজা কত তারিখে ২০২৪ শুরু হবে এটা সঠিকভাবে আমরা জানিনা, এটা না জানারই কথা। কেননা চাঁদ ওঠার আগে শুধুমাত্র আমরা একটা আইডিয়া দিতে পারি যে, রমজান ২০২৪ কখন হতে পারে।
এই রমজান মাসে মুসল্লীগণ রমজানের সময়সূচি অনুযায়ী রোজা, ইফতার এবং তারাবির নামাজ পড়বে। এর আগে সকলের একটা আগ্রহের বিষয় হচ্ছে, না জানি এই বছর কখন রমজান চলে আসবে। ১৪৪৫ আরবি বছরের এখন শাবান মাস, শাবানের পরেই শুরু হয় রমজান।
রমজানের এক মাস সিয়াম সাধনা পালনের পর মুসলমানদের জন্য আসে অতি খুশির দিন ঈদুল ফিতর। যদি আমরা রমজান কদিন চলবে এবং কখন শুরু হবে এ বিষয়টি জানতে পারি। তাহলে ঈদুল ফিতর আসতে আর কয়দিন বাকি এই বিষয়টাও ক্লিয়ার হয়ে যাবে।
২০২৪ সালের রোজা কত তারিখ থেকে শুরু
আন্তর্জাতিক বিভিন্ন বিশেষজ্ঞদের মতে রোজা ১১ই মার্চ ২০২৪ শুরু হতে পারে। আর এটা ১১ মার্চ থেকে শুরু হয়ে ৮ই এপ্রিল পর্যন্ত চলবে তথা মোট ২৯ দিন। আর বাকিটা সম্পূর্ণ চাঁদ দেখার উপর নির্ভর।
চাঁদ দেখার পর মুসলমানদের জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ঐদিন প্রথমে তারাবি নামাজ পড়া এবং তারপরের দিন থেকে রোজা রাখার সংকল্প বা রোজার নিয়ত করা। আশা করি জানতে পারলেন রোজা কত তারিখে ২০২৪ এর সম্ভাব্য তারিখ।