সেহরি, ইফতার ও রোজার সময়সূচি [রমজান ২০২৪]

রমজান মাস কখন শুরু হবে তা সম্পূর্ণ নির্ভর করে চাঁদ দেখার উপর। তবে বর্তমানে শাবান মাস চলছে, এবং এই মাস শেষ হলেই রমজান মাস শুরু হবে। ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী, শাবান মাস শেষ হতে পারে ১১ বা ১২ই মার্চ। তবে 20124 রোজা কত তারিখে এটা জানা যাবে চাঁদ ওঠার পরে।

বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক সেহরি এবং রোজার সময়সূচি নির্ধারণ করা হয়েছে। এই সময়সূচী অনুযায়ী, প্রথম রোজার সাহ্‌রির শেষ সময় হবে ভোর ৪টা ৫১ মিনিট এবং ইফতারের সময় হবে সন্ধ্যা ৬টা ১০ মিনিট। এই সময় অনুযায়ী সবাই রোজার নিয়তের মাধ্যমে রমজানের সিয়াম সাধনা পালন শুরু করবে।

রমজানের আগমনী সকল মুসলমানের জন্য আনন্দের বার্তা। এই পবিত্র মাসে রোজা রাখা, নামাজ পড়া, দান-ধ্যান করা এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করার মাধ্যমে আমরা আধ্যাত্মিক উন্নতি লাভ করতে পারি।

বিঃদ্রঃ এগুলো শুধুমাত্র ঢাকার জন্য। বাংলাদেশের অন্যান্য সমস্ত অঞ্চলের রমজানের সময়সূচী ২০২৪ নিচে দেওয়া হল। তাও কেউ যদি সময় ছাড়া অর্থাৎ সেহরির সময় আছে মনে করে এবং ইফতারের সময় হয়েছে বলে খানা খেয়ে ফেলে তাহলে রোজা ভেঙ্গে যাবে।

সেহরি ও ইফতারের রোজার সময়সূচি (ঢাকা জেলা)

নিচে রমজান মাসের ৩০ দিনের সেহরি ও ইফতারের সময়সূচি দেওয়া হলো। তবে মনে রাখবেন, সময়সূচিগুলো শুধুমাত্র ঢাকার জন্য প্রযোজ্য। ঢাকার সাথে নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ এবং ভোলার সেহরির সময় একই হবে।

ঢাকার সাথে ইফতারের সময় একই হবে গাজীপুর, মাদারীপুর, শরীয়তপুর, ময়মনসিংহ, বরগুনা, ঝালকাঠি, বরিশাল এবং পটুয়াখালীর।

রমজানের সময়সূচি ২০২৪

বাংলাদেশের অন্যান্য জেলার ক্ষেত্রগুলোতে ঢাকার সময়সূচী থেকে সর্বোচ্চ ৮ মিনিট পর্যন্ত বাড়াতে হবে অথবা সর্বোচ্চ ১০ মিনিট পর্যন্ত কমাতে হবে। আর তা বিস্তারিত নিচে দেয়া হল। আর হ্যাঁ, তারাবির নামাজ এর সময় হচ্ছে এশার নামাজের ফরজ ও সুন্নতে মুয়াক্কাদার পর।

রহমতের ১০ দিন
রমজানতারিখবারসেহরির শেষ সময়ইফতারের সময়
১২ মার্চমঙ্গল৪-৫১৬-১০
১৩ মার্চবুধ৪-৫০৬-১০
১৪ মার্চবৃহস্পতি৪-৪৯৬-১১
১৫ মার্চশুক্র৪-৪৮৬-১১
১৬ মার্চশনি৪-৪৭৬-১২
১৭ মার্চরবি৪-৪৬৬-১২
১৮ মার্চসোম৪-৪৫৬-১২
১৯ মার্চমঙ্গল৪-৪৪৬-১৩
২০ মার্চবুধ৪-৪৩৬-১৩
১০২১ মার্চবৃহস্পতি৪-৪২৬-১৩
প্রথম ১০ দিন রোজার সময়সূচি
মাগফিরাতের ১০ দিন
রমজানতারিখবারসেহরির শেষ সময়ইফতারের সময়
১১২২ মার্চশুক্র৪-৪৭৬-১৪
১২২৩ মার্চশনি৪-৪৬৬-১৪
১৩২৪ মার্চরবি৪-৪৫৬-১৪
১৪২৫ মার্চসোম৪-৪৪৬-১৫
১৫২৬ মার্চমঙ্গল৪-৪২৬-১৫
১৬২৭ মার্চবুধ৪-৪১৬-১৬
১৭২৮ মার্চবৃহস্পতি৪-৪০৬-১৬
১৮২৯ মার্চশুক্র৪-৩৯৬-১৭
১৯৩০ মার্চশনি৪-৩৭৬-১৭
২০৩১ মার্চরবি৪-৩৬৬-১৮
২য় ১০ দিন রোজার সময়সূচি

রমজানতারিখবারসেহরির শেষ সময়ইফতারের সময়
২১১ এপ্রিলসোম৪-২৯৬-১৮
২২২ এপ্রিলমঙ্গল৪-২৮৬-১৯
২৩৩ এপ্রিলবুধ৪-২৭৬-১৯
২৪৪ এপ্রিলবৃহস্পতি৪-২৬৬-১৯
২৫৫ এপ্রিলশুক্র৪-২৪৬-২০
২৬৬ এপ্রিলশনি৪-২৪৬-২০
২৭৭ এপ্রিলরবি৪-২৩৬-২১
২৮৮ এপ্রিলসোম৪-২২৬-২১
২৯৯ এপ্রিলমঙ্গল৪-২১৬-২১
৩০১০ এপ্রিলবুধ৪-২০৬-২২
শেষ ১০ দিন রোজার সময়সূচি

রমজানের সময়সূচি ২০২৪ (অন্যান্য অঞ্চল)

ঢাকার সময়ের সাথে বাড়াতে হবে (সেহরি)
অঞ্চলসেহরী
মাদারীপুর, গাইবান্ধা, বরিশাল, শরীয়তপুর, টাঙ্গাইল, জামালপুর, শেরপুর, কুড়িগ্রাম১ মিঃ
সিরাজগঞ্জ, ফরিদপুর, পটুয়াখালি, ঝালকাঠি, মানিকগঞ্জ, লালমনিরহাট২ মিঃ
গোপালগঞ্জ, বগুড়া, পিরোজপুর, বরগুনা, বাগেরহাট৩ মিঃ
মাগুরা, রাজবাড়ী, খুলনা, নড়াইল নীলফামারী, রংপুর জয়পুরহাট৪ মিঃ
কুষ্টিয়া, নওগাঁ, যশোর, ঝিনাইদহ, নাটোর, পাবনা, দিনাজপুর৫ মিঃ
চুয়াডাঙ্গা, সাতক্ষীরা, রাজশাহী, পঞ্চগড়, ঠাকুরগাঁও৬ মিঃ
মেহেরপুর৭ মিঃ
চাঁপাইনবাবগঞ্জ৮ মিঃ
সেহরির জন্য ঢাকা থেকে বাড়াতে হবে (অন্যান্য জেলা)
ঢাকার সময়ের সাথে বাড়াতে হবে (ইফতার)
অঞ্চলইফতার
মানিকগঞ্জ১মিঃ
টাঙ্গাইল, গোপালগঞ্জ, ফরিদপুর, শেরপুর বাগেরহাট, সিরাজগঞ্জ, জামালপুর২মিঃ
খুলনা, নড়াইল, গাইবান্ধা৩মিঃ
রাজবাড়ী, মাগুরা, বগুড়া, কুড়িগ্রাম,৪মিঃ
কুষ্টিয়া, পাবনা, রংপুর যশোর, লালমনিরহাট, সাতক্ষীরা, ঝিনাইদহ৫মিঃ
চুয়াডাঙ্গা, নাটোর, জয়পুরহাট, নওগাঁ৬মিঃ
মেহেরপুর, রাজশাহী, নীলফামারী, দিনাজপুর৭মিঃ
পঞ্চগড়৮মিঃ
চাঁপাইনবাবগঞ্জ, ঠাকুরগাঁও৯মিঃ
ইফতার এর জন্য বাড়াতে হবে (অন্যান্য জেলা)
ঢাকার সময়ের সাথে কমাতে হবে (সেহরী)
অঞ্চলসেহরি
গাজীপুর, ময়মনসিংহ চাঁদপুর, লক্ষীপুর১ মিঃ
নরসিংদী, কিশোরগঞ্জ, নোয়াখালী২ মিঃ
কুমিল্লা, বি.বাড়িয়া, নেত্রকোনা, ফেনী৩মিঃ
কক্সবাজার, হবিগঞ্জ৪মিঃ
চট্টগ্রাম, সুনামগঞ্জ৫মিঃ
খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবন মৌলভীবাজার৬মিঃ
সিলেট৭মিঃ
সেহরির জন্য কমাতে হবে
ঢাকার সময়ের সাথে কমাতে হবে (ইফতার)
অঞ্চলইফতার
মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, নেত্রকোনা, চাঁদপুর, পিরোজপুর১ মিঃ
ভোলা, লক্ষীপুর, কিশোরগঞ্জ২ মিঃ
বি.বাড়িয়া, নোয়াখালী৩ মিঃ
কুমিল্লা, হবিগঞ্জ, সুনামগঞ্জ৪ মিঃ
ফেনী৫ মিঃ
সিলেট, মৌলভীবাজার, চট্টগ্রাম৮ মিঃ
খাগড়াছড়ি, কক্সবাজার৯ মিঃ
রাঙ্গামাটি, বান্দরবান১০মিঃ
ইফতারের জন্য ঢাকা থেকে সময় কামাতে হবে যে সব অঞ্চলে

সেহরি কতক্ষণ খাওয়া যাবে?

আমরা অনেকেই মনে করি, আযান দেওয়া পর্যন্ত সেহরির সময় থাকে। এটা আমিও স্বচক্ষে দেখেছি। কিন্তু আসলে তা নয়! বরং আপনি সেহরির নির্ধারিত সময় শেষ হওয়ার আগ পর্যন্ত খানা খেতে পারবেন। এরপরে এক মিনিটের জন্যও লেট হলে, অর্থাৎ সুবহে সাদিকের পর যদি খানা খান, তাহলে রোজা হবে না।

রোজার মূল অর্থ হলো সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার (খানাপিনা, সহবাস ইত্যাদি) থেকে বিরত থাকা। তাই আপনি সেহরির নির্ধারিত সময় শেষ হওয়ার আগেই খানা খেয়ে নিবেন। এরপরে খেলে রোজা হবে না।

ঢাকার বাইরে হলে যেভাবে সময়সূচী মিলাবেন

আপনার জেলার রোজা ও ইফতারের সময়সূচি

মূলত বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক প্রতিবছর যে রোজার সময়সূচী প্রকাশ করা হয় সেখানে শুধুমাত্র ঢাকার জন্যই প্রকাশ করে। আর বাকি অঞ্চল গুলোর জন্য ঢাকার সাথে মিল রেখে সর্বোচ্চ 10 মিনিট কমাতে হবে বা বাড়াতে হবে।

আর আমি আপনাদের সুবিধার্থে সব অঞ্চলের জন্য সেহরির শেষ সময় ও ইফতারের সময়সূচি এর ক্ষেত্রে ঢাকার সাথে কয় মিনিট বাড়াতে হবে বা কমাতে হবে এটা বিস্তারিত শেয়ার করেছি উপরে টেবলের মধ্যে।

রোজার সময়সূচি ২০২৪ pdf

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *