সেহরির দোয়া ও ইফতারের দোয়া বাংলা উচ্চারণ ও আরবি

সেহরির মাধ্যমে রোজাদাররা রোজা শুরু করে। সেহরির দোয়া কি আসলেই আছে? যদি থাকে তাহলে কোনটা? এ বিষয়টি নিয়ে এবং ইফতারের দোয়া বাংলা উচ্চারণ নিয়ে আলোচনা করার চেষ্টা করব। হিজরতের ১০ বছর পর আল্লাহ তা’আলা আমাদের উপর রোজা ফরজ করেছেন।

রমজান এ মাসে ছোট ছোট আমলের বদলায়ও আল্লাহ পাক মাগফিরাত ও ক্ষমার ওয়াদা করেছেন। বান্দা নিজে রোজা রেখেছে, পেয়ারে হাবিবের জবানে তার জন্য আল্লাহ তাআলার মাগফিরাত ও ক্ষমার ঘোষণা-

«مَنْ صَامَ رَمَضَانَ إِيْمَانًا وَاحْتِسَابًا غُفِرَ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ»

যে ব্যক্তি ঈমানের দাবিতে, শুধু আল্লাহর কাছে আজর লাভের প্রত্যাশায় রমজানের রোজা রাখবে, তার পূর্বে কৃত সকল গুনাহ ক্ষমা করে দেওয়া হবে (সহিহ বুখারি, হাদিস নং ১৯০১)

  • সেহরির দোয়া আরবি: نَوَيْتُ اَنْ اصُوْمَ غَدًا مِّنْ شَهْرِ رَمْضَانَ الْمُبَارَكِ فَرْضَا لَكَ يَا اللهُ فَتَقَبَّل مِنِّى اِنَّكَ اَنْتَ السَّمِيْعُ الْعَلِيْم
  • সেহরির দোয়া বাংলা উচ্চারণ: নাওয়াইতু আন্ অুসু’মা গাদান মিন শাহরি রমজানাল মুবারকি ফারদান লাকা ইয়া আল্লাহ ফাতাক্বব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম। (এটা মূলত রোজার নিয়ত)
  • সেহরির খানা খাওয়ার পরের দোয়া: الْحَمْدُ لِلَّهِ الَّذِي أَطْعَمَنَا وَسَقَانَا وَجَعَلَنَا مُسْلِمِين
  • ইফতারের দোয়া: اَللّهُمَّ لَكَ صُمْتُ وَعَلي رِزْقِكَ اَفْطَرْتُ
  • ইফতারের দোয়া বাংলা উচ্চারণ: আল্লাহুম্মা লাকা সুম্তু ওয়া ‘আলা রিযকিকা আফতার্তু

সেহরির সময় দোয়া

এই ছবিটির মধ্যে সেহরির দোয়া সম্পর্কে আলোচনা করা হয়েছে যা বাংলা অর্থ ধারণ করে
সেহরির দোয়া

সূর্যের আলো ফোটার আগে, রাতের শেষ প্রহরে, যখন আমরা সেহরির জন্য উঠি, তখন আমাদের সামনে উন্মুক্ত থাকে দোয়া কবুলের দরজা। এই রহমতের মুহূর্তে, আল্লাহর কাছে বিনীতভাবে প্রার্থনা করবো, তাঁর কাছে সাহায্য ও অনুগ্রহ চাইবো। নিজের জন্য, পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন, এমনকি মৃত ব্যক্তিদের জন্যও দোয়া করবো।

অনেকের মনে ভুল ধারণা থাকে যে দোয়া করার জন্য জায়নামাজে বসতে হবে, ওযু করতে হবে, হাত তুলতে হবে, অথবা জমায়েত ভাবে দোয়া করতে হবে।কিন্তু আসলে এরকম কিছুই করতে হবে না।মনে মনে আল্লাহর কাছে বিনীতভাবে প্রার্থনা করলেই তা দোয়া হিসেবে গ্রহণযোগ্য।

দোয়া মুমিনের জন্য একটি অতি গুরুত্বপূর্ণ ইবাদত।আল্লাহর কাছে দোয়া করার অর্থ হলো তাঁর কাছে সাহায্য ও অনুগ্রহ চাওয়া।সেহরির সময় দোয়া করার মাধ্যমে আমরা আল্লাহর কাছে ক্ষমা, রহমত, ও বরকতের জন্য প্রার্থনা করতে পারি।তবে ইফতারের দোয়া রয়েছে যেটা আমরা ইফতার করার পরে পড়বো।

sehri dua bangla

“আমি নিয়ত করলাম যে আগামীকাল রমজান মাসের ফরজ সিয়াম পালন করবো, হে আল্লাহ্! তুমি আমার সিয়াম কবুল করো। তুমিই সর্বশ্রবণশীল, সর্বজ্ঞ।”

আমরা বাংলাতে rojar niyat উপরের উল্লেখিত নিয়ম অনুযায়ী করতে পারে। তবে আপনি যদি রোজার নিয়ত আরবি এর পাশাপাশি এর অর্থ জানেন তাহলে আরবিতে করলেই হয়ে যাবে। মূলত উপরেরটা আরবি এর অর্থ।

ইফতারের দোয়া বাংলা অর্থসহ

সুবহে সাদিক থেকে সিয়াম সাধনার পর চলে আসো ইফতারের সময়। এই সময় আল্লাহ তায়ালা বান্দাদের দোয়া কবুল করেন। তাই ইফতারের আগের ও পরের দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে দোয়া করতে পারি।

iftar dua bangla

হাদিসে কুদসিতে মহান আল্লাহ তাআলা ঘোষণা করেন, ‘আমার বান্দাদের মধ্যে তারা আমার বেশি প্রিয়, যারা দ্রুত ইফতার করে।’(তিরমিজি, আলফিয়্যাতুল হাদিস: ৫৬০, পৃষ্ঠা: ১৩১)।

ইফতারের দোয়া বাংলা উচ্চারণ

আল্লাহুম্মা লাকা সুম্তু ওয়া ‘আলা রিযকিকা আফতার্তু

ইফতারের দোয়া বাংলা

হে আল্লাহ! আমি তোমার সন্তুষ্টির জন্য রোযা রেখেছি এবং তোমার রিযিক দ্বারা ইফতার করেছি। (সুনানে আবু দাউদ, হাদীস: ২৩৫৮)

ইফতারের পরের দোয়া বাংলা

তৃষ্ণা দূরীভূত হয়েছে, শিরা-উপশিরা সিক্ত হয়েছে এবং আল্লাহর ইচ্ছায় সওয়াব অর্জিত হয়েছে। (সুনানে আবু দাউদ, হাদীস: ২৩৫৭)

সেহরি খাওয়ার পরের দোয়া কি?

যেহেতু সেহরির পরের নির্দিষ্ট কোন দোয়া নেই, তাই সেহেরির খানা খাওয়ার পরে ”الْحَمْدُ لِلَّهِ الَّذِي أَطْعَمَنِي هُذَا الطَّعَامَ وَرَزَقَنِيْهِ مِنْ غَيْرِ حَوْلٍ مِنِّي وَلَا قُوَّةٍ” এই দোয়াটি পড়তে পারি।

সেহরির দোয়া কখন পড়তে হয়?

রমজানের সেহেরির দোয়া বা নিয়ত আপনি ঐ দিন শরয়ী দিনের অর্ধেক পর্যন্ত করতে পারেন।

ইফতারের আগে কি কি দোয়া পড়তে হয়?

ইফতারের সময় দোয়া কবুলের সময় এই সময় যেকোনো দোয়া করা যাবে যেমন মাগফেরাতের, নাজাতের, নিজের জন্য, পরিবারের জন্য এবং মৃত ব্যক্তির জন্য।

 চমৎকার কিছু: bio status caption দেখুন

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *