তারাবির নামাজের নিয়ম কানুন মহিলাদের
আরো কয়েকদিন পরেই মুসলমানদের পবিত্র মাস রমজান চলে আসবে। আর এই মাসটি কেন্দ্র করে বিভিন্ন ইবাদত চালু হয় যার মধ্যে রয়েছে তারাবির নামাজ। তারাবির নামাজের নিয়ম কানুন মহিলাদের জন্য পুরুষ থেকে একটু ভিন্ন (তবে এটা শুধু তারাবির ক্ষেত্রেই নয়) পুরুষ এবং মহিলার নামাজের মধ্যে এমনিতেই পার্থক্য রয়েছে।
তাই আজকে আমি চিন্তা করলাম, আপনাদের সাথে তারাবির নামাজ সম্পর্কিত মহিলাদের বিভিন্ন মাসআলা মাসায়েল নিয়ে শেয়ার করতে। তবে তারা তারাবির নামাজটা পড়বে বাড়িতে চাইলে বাড়িতে জামাতের সাথে আদায় করতে পারে। তবে বর্তমান সময়ে মহিলাদের জন্য মসজিদে গিয়ে তারাবির নামাজ আদায় করা জায়েজ নয়।
সঠিক পদ্ধতিতে নামাজ শিখুন
মহিলাদের তারাবির নামাজের নিয়ম
এশার নামাজ এবং দুই রাকাত সুন্নত পড়ার পরে দুই দুই রাকাত করে মোট ২০ রাকাত পড়বে। এতে সূরা ফাতিহার সাথে যে কোন সূরা মিলানো যায়। যদি হাফেজ হয় তাহলে পুরো কুরআন শরীফ তারাবির নামাজের মধ্যে রমজানে একবার একাধিক খতম করা যাবে এটি সুন্নত সম্মত। তারাবির নামাজ কত রাকাত এই বিষয়ে যদিওগো মতানৈক্য রয়েছে তারপরেও ২০ রাকাত সহিহ এবং আমলনীয়।
তবে এই ক্ষেত্রেও মহিলা এবং পুরুষের মধ্যে যে নামাজের পার্থক্যগুলো রয়েছে সেগুলো আদায় করতে হবে যেমন তাকবীরে তাহরীমার সময় মহিলা হাত কাত পর্যন্ত উঠাবে এবং পুরুষগণ কান পর্যন্ত উঠাবে। এছাড়া ও আরো বিভিন্ন পার্থক্য রয়েছে সেগুলো আমি অন্য আরেকটা আর্টিকেলে শেয়ার করব।
মহিলারা তারাবির নামাজ কোথায় পড়বে?
বর্তমান সময়ে মহিলাদের পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের জন্যও মসজিদে যাওয়া নিষেধ ঠিক তেমনি তারাবির হুকুমও অর্থাৎ তারাবির জন্য মহিলাদের মসজিদে যাওয়া যাবে না। আর যদি মহিলারা ইমামতি করে তাহলে সেটা মাকরূহে তাহরীমি। সেই সাথে পুরুষ যদি ইমামতি করে এবং পুরুষের পিছনে মহিলারা পর্দার মাধ্যমে থাকে তাহলে সেটা জায়েজ।
তবে হ্যাঁ, সে ক্ষেত্রেও মহিলারা সব যদি সব না মহরম হয় তাহলে মাকরুহ। আর না মহরম মহিলার সাথে যদি মাহরম মহিলাও থাকে, তাহলে কোন সমস্যা নেই। তবে মহিলাদের জন্য তারাবির নামাজের ক্ষেত্রে সবচাইতে ভালো পদ্ধতি হচ্ছে বাড়িতে তারাবির নামাজ আদায় করা। আর যদি কোন মাহরাম (যেমন পিতা, পুত্র, ভাই, ভাতিজা ইত্যাদি) ইমাম হন তাহলে জামাত এর মাধ্যমে আদায় করার সুযোগ রয়েছে।
মহিলাদের তারাবির হুকুম
তারাবির নামাজ পুরুষদের জন্য যেমন সুন্নত তেমনি মহিলাদের জন্য সুন্নত। কেননা শরীয়তের সমস্ত ব্যাপারে মহিলাদেরকে পুরুষদের অধীনে করা হয়েছে। তার ভিত্তিতে পুরুষদের উপর যেমন তারাবির নামাজ সুন্নত মুয়াক্কাদা ঠিক তেমনি মহিলাদের জন্য তারাবির নামাজ পড়া সুন্নতে মুয়াক্কাদা।
তাও কেউ যদি মনে করে, মহিলাদের জন্য তারাবির নামাজ পড়তে হবে না তাহলে এটা ভুল ধারণা। মা-বোনরা চাইলে জামাতের সাথে এই নামাজ পড়তে পারে। এই ক্ষেত্রে কোন একজন পুরুষ ইমামতি করবে এবং মহিলা পর্দা সহকারে থাকবে।
আরো পড়ুন: রোজার নিয়ত বাংলা | rojar niyat bangla
উপসংহারঃ আজকে যথাযথ আপনাদের সাথে মহিলাদের তারাবির নামাজের নিয়ম সম্পর্কে আলোচনা করেছি। যদি আপনাদের ভালো লাগে তাহলে অন্যদের সাথে শেয়ার করতে ভুলবেন না।