তারাবি শব্দের অর্থ, নামকরণ ও শব্দ থেকে তারবি কয় রাকাত
আরবী শব্দ ((تراویح)) এর বাংলা রূপ তারাবি। এ শব্দের ব্যাখ্যায় হাফেয ইবনে হাজার আসকালানী (রহ.) লেখেন- ((تراویح)) শব্দটি ((ترويحة)) -এর বহুবচন। ((تَرْوِيحَةُ)) অর্থ একবার বিশ্রাম গ্রহণ করা। যেমন ((تَسْلِية)) অর্থ একবার সালাম দেওয়া। মাহে রমযানের বরকতময় রজনীতে জামাতের সঙ্গে যে নামায পড়া হয় তাকে تراویح/তারাবি বলে।
তারাবি নামকরণ
এই নামকরণের কারণ হচ্ছে, যখন থেকে সাহাবায়ে কেরাম এ নামায সম্মিলিতভাবে আদায় করতে আরম্ভ করেন তখন থেকেই তাঁরা প্রতি দু’ সালামের পর (অর্থাৎ চার রাকাআতের পর) বিশ্রাম নিতেন। যেহেতু প্রতি চার রাকাত পর পর বিশ্রাম নেওয়া হয়, তাই এটাকে তারাবি বলে নামকরণ করা হয়েছে।
শব্দ থেকে জানুন তারাবি কত রাকাত
লক্ষ করার বিষয় এই যে, تراویح শব্দই বোঝাচ্ছে, এ নামাযের রাকাআত- সংখ্যা আট নয়, আটের অধিক। কেননা, تراویح হল বহুবচন। আরবী ভাষায় একবচন, দ্বিবচন, এরপর বহুবচন। এজন্য তিন বা ততোধিক বোঝাতে বহুবচন ব্যবহৃত হয়। তাহলে অন্তত তিন ترويحة হলে ভাষাগত দিক থেকে একে تَرَاوِيحٌ বলা যায়। তাহলে চার রাকাআত = এক ترويحه, ৮ রাকাআত = ২ تروِيحَة, ১২ বা ততোধিক রাকাআত = তিন تروحَة বা তারাবি।
অর্থাৎ আরবি ভাষায় একবচন, দ্বিবচন, এরপর বহুবচন। বহুবচন বোঝাতে ثلاث (তিন), أربع (চার), خمس (পাঁচ), ست (ছয়), سبع (সাত), ثمان (আট), تسع (নয়), عشر (দশ) ইত্যাদি শব্দ ব্যবহৃত হয়।
আরবি ভাষায় ترويحة শব্দটি বহুবচন। তাই তারাবিহ নামাযে তিন বা ততোধিক রাকাআত পড়তে হবে। চার রাকাআত পড়লে এক ترويحة হবে। আট রাকাআত পড়লে দুই ترويحة হবে। বারো বা ততোধিক রাকাআত পড়লে তিন ترويحة হবে।