শবে কদরের দোয়া বাংলা ও আরবি ছবি সহ
প্রিয় মুসলিম উম্মাহ, অবশেষে রমজান ২০২৪ শেষ হতে চলছে। আর মাত্র কয়েকদিন পরেই শুরু হবে শবে কদর জামে মুসলিম উম্মার বিশেষ দিন। আজকে আমরা শবে কদরের রাত বা শবে কদরের দোয়া সম্পর্কে আলোচনা করব আজকের এই নিবন্ধে।
পবিত্র কুরআনে স্পেসিফিক এই রাতের একটা নির্দিষ্ট সূরা রয়েছে যার নাম হচ্ছে ‘কদর‘। এই রাতের ফজিলত অনেক বেশি যা স্বয়ং আল্লাহতালা পবিত্র কুরআনে বলেছেন। হাজার রাতের চেয়ে এ রাতের ফজিলত অনেক। এই রাতে বিভিন্ন দোয়া-দরুদ এবং নামাজে থাকা আমাদের ঈমানী দায়িত্ব এবং প্রশংসনীয় কাজ।
প্রতিদিনের তাহাজ্জুদের মত এই রাতে তাহাজ্জুদ নামাজ পড়াও অন্যান্য রাতের চেয়ে ফজিলতপূর্ণ। শবে কদরের নামাজের নিয়ম কি রকম এবং আছে কিনা এ বিষয়টি জানুন এতেও বরকত রয়েছে। আর কদরের রাতের দোয়া এর মাধ্যমে আল্লাহতালার কাছে নিজের চাহনি নিয়েও দোয়া করতে পারি।
শবে কদরের দোয়া আরবি
اَللّٰهُمَّ اِنَّكَ عَفُوٌّ تُحِبُّ الْعَفْوَ فَاعْفُ عَنِّيْ
এটা হচ্ছে সরাসরি শবে কদরের দোয়া আরবি, অনেকেই আরবি পড়তে জানে না তাদের জন্য নিচে কদরের দোয়া বাংলা ভার্সনটা দেয়া আছে।
অর্থ: হে আল্লাহ! নিশ্চয় আপনি অতি ক্ষমাশীল, ক্ষমাকে পছন্দ করেন। সুতরাং আপনি আমাকে ক্ষমা করে দিন।
আরো পড়ুন: শবে বরাতের নামাজের নিয়ম কানুন, দোয়া ও রাকাত সংখ্যা
শবে কদরের দোয়া বাংলা
আল্লাহুম্মা ইন্নাকা আফুউউ তুহিব্বুল আফওয়া ফা’আফু ‘আন্নী
বিঃদ্রঃ বাংলা উচ্চারণের ক্ষেত্রে অনেকের ভুল হতে পারে। কেননা তারাবির নামাজের দোয়ার ক্ষেত্রেও বাংলা উচ্চারণ করতে যেয়ে অনেকেই ভুল করেছে। এর সমাধানটা হচ্ছে, আপনি সরাসরি বাংলা উচ্চারণ থেকে আরবি না পড়ে। কোন একজন আলেমের কাছে গিয়ে লাইলাতুল কদর দোয়া শিখে নিবেন।
শবে কদরের দোয়া ছবি
উপসংহার: শুধুমাত্র লাইলাতুল কদরের দোয়া জেনে বসে থাকলে হবে না। সদা সর্বদা, রমজানের শেষ ১০ দিনে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। সেই সাথে, আমরা যেন সবাই লাইলাতুল কদর লাভ করতে পারি এজন্য দোয়া করতে হবে।