সালাতুল তাসবিহ নামাজের নিয়ম [নিয়ত, সূরা]
সালাতুল তাসবিহ নামাজের নিয়ম:- সালাতুত তাসবিহের নামাজ বা ঐ নামাজ যেটাতে তসবিহ যপা হয়। প্রতিরাকাতে মোট ৭৫ বার তসবিড় পড়ার মাধ্যমে মোট চার রাকাতের ৩০০ তসবিহ পড়ে এই সালাতুত তসবিহের নামাজ আদায় করা হয়। অত্যন্ত ফজিলতপূর্ণ এবং গুরুত্বপূর্ণ একটি নামাজ, রাসুল (সাঃ) এই নামাজ নিজে পড়েছেন এবং অন্যকে শিক্ষা দিয়েছেন।
হাদিসের মধ্যে – যদি সম্ভব হয় এই সালাতুত তসবিহের নামাজ দিনে একবার পড়তে বলেছেন, সম্ভব না হলে সপ্তাহে একবার, আর তাও যদি সম্ভব না হয় মাসে একবার, তাও যদি সম্ভব না হয় বছরে একবার এবং এগুলো থেকে কোন একটাও সম্ভব না হলে সারা জীবনে হলেও একবার পড়ার কথা বলেছেন।
অনেকগুলো নফল নামাজ রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে সালাতুল তাজবিহের নামাজ, যার মাধ্যমে বান্দা আল্লাহ তাআলার সান্নিধ্য লাভ করে। আল্লাহ তায়ালা এই নামাজের মাধ্যমে বিগত ১০ বছরের ইচ্ছায়-অনিচ্ছায়, জানা-অজানা আমাদের সকল গুনাহ মাফ করে দেন ইনশাআল্লাহ।
তবে কি শুধু নামাজ পড়লে হবে নাকি সহীহ শুদ্ধ করে পড়তে হবে? অবশ্যই আপনাকে সালাতুল তাসবিহ নামাজের নিয়ম টা ভালোভাবে জেনে এই ভাবে পড়তে হবে যেন আল্লাহতালার কাছে কবুল হয়। অবশ্যই নামাজ পড়ার সময় দুনিয়ার চিন্তা না রেখে নামাজের প্রতি মনোযোগী হতে হবে।
সালাতুল তাসবিহ কি?
সালাতুল তসবিহ (صلاة تسبيح ) এটি একটি আরবি বাক্য যেটাকে বাংলায় তাসবিহের নামাজ বলা হয়। এখানে সালাত অর্থ হচ্ছে নামাজ এবং তাসবিহ মানে سُبْحَانَ اللهِ وَالْحَمْدُ لِلهِ وَلَا اِلهَ اِلَّا اللهُ وَاللهُ اَكْبَرُ এই তাসবিহ কে বুঝানো হয়েছে। যে নামাজের মধ্যে এই তাসবীহটা পড়া হয়ে থাকে, ওই নামাজকে সালাতুল তসবিহ বলা হয়।
সালাতুল তাজবিহ নামাজ এক নিয়ত ৪ রাকাত হয়ে থাকে যেটাতে মোট প্রতি রাখাতে ৭৫ বার করে ওপরে উল্লেখিত তসবি মোট চার রাকাতে ৩০০ পড়া হয়। যেহেতু এই নামাজে উল্লেখিত তাসবীহটা জপা হয়ে থাকে তাই এই নামাজকে সালাতুল তসবিহ বলা হয়।
সালাতুত তসবিহ নামাজটা মূলত একটি ঐচ্ছিক এবাদত, যেটা কিনা বাধ্যতামূলক নয় নিজের ইচ্ছাতেই পড়তে হয় তথা পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের মত নয়। আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের চাচাকে জীবনে একবার হলেও এই নামাজ পড়ার কথা খুব গুরুত্ব সহকারে বলেছেন।
সালাতুল তাসবিহ নামাজের নিয়ম
হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্বাস (রা.)কে লক্ষ করে বললেন, ‘চাচা! আমি কি আপনাকে একটি উপহার দিব না? আপনাকে এমন দশটি কথা বাতলে দিব না, যা পালন করলে আল্লাহ আপনার ছোট-বড়, নতুন-পুরাতন, ইচ্ছাকৃত- অনিচ্ছাকৃত সকল গুনাহ ক্ষমা করে দিবেন?
সেই দশটি কথা এই যে, আপনি চার রাকাআত নামায পড়বেন। প্রতি রাকাআতে সূরা ফাতিহা ও অন্য সূরা পড়বেন। প্রথম রাকাআতে কিরাআতের পর ১৫ বার পড়বেন سبحان الله والحمد لله ولا إله إلا الله والله اكبر এরপর রুকূতে ১০ বার, রুকু থেকে উঠে ১০ বার, সাজদায় ১০ বার, বৈঠকে ১০ বার, দ্বিতীয় সাজদায় ১০ বার এবং দ্বিতীয় সাজদা থেকে উঠে ১০ বার পড়বেন। এরপর দ্বিতীয় রাকাআতের জন্য দাড়াবেন। প্রতি রাকাআতে (উপরোক্ত তাসবীহ) সর্বমোট পঁচাত্তর বার পড়া হবে। এভাবে চার রাকাআত পূর্ণ করবেন।
এই চার রাকাআত নামায যদি প্রতিদিন পড়তে পারেন তাহলে খুব ভালো। সম্ভব না হলে প্রতি জুমু’আয় একবার পড়ুন। তা-ও সম্ভব না হলে প্রতি মাসে একবার, তা-ও সম্ভব না হলে বছরে একবার, তাও সম্ভব না হলে জীবনে একবার হলেও পড়ুন। (সুনানে আবু দাউদ, সালাতুত তাসবীহ; জুউল কিরাআ লিল বুখারী)
সালাতুল তাসবিহ নামাজের নিয়ত
নিয়ত হচ্ছে মনের ইচ্ছা বা এরাদা তাই এটা সরাসরি মুখে উচ্চারণ করা জরুরি নয় বরং মুস্তাহাব। তাই আপনি মনে মনে চার রাকাত সুন্নত/নফল সালাতুত তাসবিহের নামাজ আদায় করতেছি বললেই হবে। তবে অনেকে আরবিও নিয়ত করতে চাই, আমার মতে আরবি অর্থ যদি আপনি না জানেন তাহলে বাংলায় নিয়ত করাই উত্তম।
সালাতুল তাজবিহের নামাজের আরবি নিয়ত:- নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তা’আলা আরবা’আ রাকা’আতাই সালাতিল তাসবি সুন্নাতু রাসূলিল্লাহহি তা’আলা মুতাওয়াজ্জিহান ইলাজিহাতিল কাবাতিশ শারীফাতি আল্লাহু আকবার
যদি আপনি নিয়ত না করে সালাতুল তাজবিহ নামাজ আদায় করে ফেলেন তাহলে এটা হবে না, নিয়ত করা জরুরি। এই নামাজটা যদি সম্ভব হয় রমজানের সময় বেশি বেশি পড়ার চেষ্টা করিয়েন।
মহিলাদের সালাতুল তাসবিহ নামাজের নিয়ম
মহিলারাও চাইলে সালাতুত তসবিহ নামাজ পড়তে পারেন এতে কোন বাধা নেই। মূলত সালাতুত তাসবিহ একটি গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ নফল নামাজ, তাই মহিলাদের নফল নামাজ পড়াতে কোন বাধা নেই বরং লাভ হবে।
তাই মহিলারাও যদি চান নিজের আমলের পাল্লা ভারী করতে এবং বিগত ১০ বছরের ইচ্ছায়- অনিচ্ছায় এবং জানা-অজানা সব গুনাহ মাফ করতে, তারা চাইলে উপরে দেখার নিয়ম অনুযায়ী সালাতুত তাসবিহের নামাজ আদায় করতে পারেন।
সব থেকে ভালো হয় প্রতিদিন রাত্রে একবার করে পড়া যদি সম্ভব না হয় সাপ্তাহিক একবার পড়তে পারেন। আর যদি ঘন ঘন পড়ার সম্ভব না হয় তাহলে আপনার জীবনে একবার হলেও পড়বেন, এতেও অনেক ফজিলত রয়েছে।
সালাতুল তাসবিহ নামাজের সূরা
সালাতুত তসবি মূলত এক নিয়ত চার রাকাত হলেও অন্যান্য নামাজের থেকে একটু আলাদা। অনেকেই আমরা এই নামাজকে খুব জটিল মনে করে থাকি, আসলে তেমন নয় বরং অন্যান্য নামাজের মত তবে একটু পার্থক্য রয়েছে।
আর আমি সেটা নিয়ে উপরে বিস্তারিত বলেছি কিভাবে আমরা সালাতুল তসবিহ এর নামাজ পড়তে পারি। এখানে আপনাকে সালাতুল তাজবিহ নামাজের নিয়ত করে অন্যান্য চার রাকাতের নামাজের মত পড়তে হবে, শুধুমাত্র অতিরিক্ত একটি তাসবিহ পাঠ করতে হবে, আর তাসবীহটা হচ্ছে سُبْحَانَ اللهِ وَالْحَمْدُ لِلهِ وَلَا اِلهَ اِلَّا اللهُ وَاللهُ اَكْبَرُ।
আর এ নামাজ পড়তে কোন নির্দিষ্ট সূরা নেই বরং আপনি ১১৪ টি সূরার মধ্যে যে কোন একটা পড়তে পারেন। তবে, চার রাক’আত নামাযে মুসাব্বাহাত সূরা সমূহ থেকে যে কোন চারটি সুরা পড়বে। মুসাব্বাহাত সূরা হল মোট সাতটি তথা সূরা হাশর, সূরা হাদীদ, সূরা বনী ইসরাঈল, সূরা তাগাবুন, সূরা জুম’আ, সূরা ছফ্ ও সূরা আ’লা।