ফজরের নামাজ [নিয়ম, নিয়ত, সময়, রাকাত]

আল্লাহ দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করেছেন তার মধ্যে প্রথম হচ্ছে ফজরের নামাজ। অনেকেই ফজরের নামাজের নিয়ম সম্পর্কে জানেন না তাদের জন্য আজকের এই নিবন্ধটি লেখা। আপনি যদি না জেনে নামাজ পড়েন তাহলে আপনার নামাজ হবে না, তাই অবশ্যই সহি শুদ্ধ নামাজ পড়তে হবে।

নামাজ জানার মধ্যে তেমন জটিলতা নেই, আপনি যদি দুই রাকাত নামাজের নিয়ম জেনে যান অন্যান্য নামাজ এমনিতেই পড়তে পারবেন। তাই আজকে আমি চিন্তা করলাম ফজরের নামাজের ফরজ এবং সুন্নত কিভাবে পড়তে হয় এ বিষয়টি নিয়ে লিখতে।

তবে এর আগে আমার একটা আর্টিকেল পাবলিশ করা আছে ফরজ নামাজ পড়ার নিয়ম সম্পর্কে। তাই আপনি যদি মনে করেন যে, আপনার জন্য দুই রাকাত, তিন রাকাত এবং চার রাকাত নামাজ কিভাবে পড়তে হয় এটা জানা জরুরি। তাহলে আপনি ওই আর্টিকেলটি পড়ে আসতে পারেন সেখানে আমি বিস্তারিত বলেছি।

ফজরের নামাজের সময় সুবহে সাদিক থেকে শুরু হয়ে সূর্যোদয়ের আগ পর্যন্ত। এই সময়ে ফজরের দুই রাকাত সুন্নত এবং ফরজ ব্যতীত অন্য নামাজ পড়া বৈধ নয়। আবদুল্লাহ ইবনে আমর (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘সুবহে সাদিক হওয়ার পর দুই রাকাত সুন্নত ছাড়া কোনো (নফল) নামাজ পড়া যাবে না। ’ (মুসান্নাফে আবদুর রাজ্জাক, হাদিস : ৪৭৫৭)।

ঈদের সালামি পিক, স্ট্যাটাস, মেসেজ

ফজরের নামাজের নিয়ম

প্রথমে আপনাকে নামাজের শর্তগুলো মেনে পাক-পবিত্র হতে হবে। এমন একটি জায়গাতে বা জায়নামাজ দিয়ে নামাজ পড়তে হবে যেটা কিনা পাক। তাই সর্বপ্রথম ফজরের দুই রাকাত সুন্নত এবং ফরজ পড়ার আগে নামাজের শর্তগুলো জেনে নিন।

সাধারণত ফজরের নামাজ অন্যান্য নামাজের মতই পড়তে হয়। এখানে শুধুমাত্র পার্থক্য অতটুকুই আপনাকে ফজরের নামাজের নিয়ত করতে হবে এবং দুই রাকাত আদায় পড়তে হবে, কেননা ফজরের নামাজ দুই রাকাত। তারপরেও নিচে স্টেপ বাই স্টেপ ফজরের নামাজের নিয়ম দেখানো হল:-

  1. ফজরের ফরজ নামাজের আগে দুই রাকাত সুন্নত পড়ে নিন
  2. এখন ফজরের দুই রাকাত ফরজ নামাজের নিয়ত করুন এবং হাত বাঁধুন
  3. ছানা, আউজুবিল্লাহ এবং বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা পড়ুন
  4. বিসমিল্লাহ পড়ে কেরাত পড়ুন
  5. আল্লাহু আকবার বলে রুকুতে গিয়ে তাসবিহ পড়ুন
  6. সামিআল্লাহু লিমান হামিদা বলে রুকু থেকে উঠুন এবং রাব্বানা লাকাল হামদ… পড়ুন
  7. আল্লাহু আকবার বলে সিজদায় যান এবং তাসবিহ পড়ুন এবং সিজদা থেকে উঠে দুই সিজদার মাঝের দোয়া পড়ুন
  8. অনুরূপ প্রথম রাকাতের দ্বিতীয় সিজদা করে দাঁড়িয়ে যান
  9. এখন প্রথম রাকাতের মতো দ্বিতীয় রাকাত পড়ুন (দ্বিতীয় রাকাতে ছানা পড়বেন না)
  10. দ্বিতীয় রাকাতের দ্বিতীয় সিজদার পর তাশাহ্হুদের জন্য বসতে হবে
  11. বসে আত্তাহিয়াতু, দুরুদ শরীফ এবং দোয়া মাসুরা পড়ে সালাম ফিরিয়ে ফেলুন

এখানে আমি আপনাদের সাথে মৌলিক বিষয়গুলো তুলে ধরেছি, এই ক্ষেত্রে আরো অনেক নিয়ম কানুন রয়েছে। আর এগুলো যদি আপনি জানতে চান অবশ্যই প্রাক্টিক্যালি কোন একটা মাদ্রাসায় বা হুজুরের কাছে জেনে নিতে হবে।

যেমন হাত কিভাবে বাধ্য হয় এবং সিজদা কিভাবে দিতে হয় ইত্যাদি। এই বিষয়গুলো তো এখানে লিখেই আপনাদের সাথে শেয়ার করা সম্ভব নয়। তাই আপনারা জানতে চাইলে অবশ্যই কোন একটা মাদ্রাসায় গিয়ে প্র্যাকটিক্যালি জেনে নিবেন বা হুজুরের কাছে গিয়ে।

তাছাড়া নামাজের ফরজ, ওয়াজিব এবং সুন্নতের বিষয়গুলো লক্ষ রাখতে হবে। এগুলো জানতে আপনি কবুল করতে পারেন বা কোন একটা বই পড়ে জেনে নিন। যদি সম্ভব হয় আমি এই বিষয়ে একটা আর্টিকেল লিখব।

ফজরের নামাজের নিয়ত

  • ফজরের সুন্নত নামাজের নিয়ত আরবি: নাওয়াইতু আন্ উসাল্লিয়া লিল্লা-হি তাআলা রাকয়াতাই সালাতিল ফাজরি, সুন্নাতু রাসুলিল্লা-হি তাআলা মুতাও য়াজজিহান্ ইলা জিহাতিল কা’বাতিশ শারীফাতি আল্লাহু আক্বার।
  • ফজরের সুন্নত নামাজের নিয়ত বাংলা: আমি ফজরের ২ রাকাত সুন্নত নামাজ ক্বিবলামুখী হইয়া আদায় করতেছি।
  • ফজরের ফরজ নামাজের নিয়ত আরবি: নাওয়াইতু আন্ উসাল্লিয়া লিল্লা-হি তাআলা রাকয়াতাই সালাতিল ফাজরি, ফারজুল্লা-হি তায়ালা মুতাওয়াজজিহান ইলা জিহাতিল কা’বাতিশ শারীফাতি আল্লাহু আকবার।
  • ফজরের ফরজ নামাজের নিয়ত বাংলা: আমি ফজরের ২ রাকাত ফরজ নামাজ ক্বিবলামুখী হইয়া আদায় করতেছি।

ফজরের নামাজের শুরু ও শেষ সময়

প্রত্যেকটা ফরজ নামাজের জন্য নির্দিষ্ট সময় রয়েছে। আর আপনি যদি সময়ের বাইরে নামাজ পড়েন তাহলে সেটা আদায় হবেনা বরং কাজ্বা বলে গণ্য হবে। তাই ফজরের নামাজের সময় শুরু হয় সুবহে সাদিক থেকে এবং শেষ হয় সূর্যোদয়ের সময়। আর ফজরের আজানের সময় যখন নামাজের সময় শুরু হবে তখন থেকেই শুরু হয়।

ফজরের নামাজ কয় রাকাত

পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের প্রত্যেকটাতে নির্দিষ্ট রাকাত সংখ্যা রয়েছে। তো ফজরের নামাজের জন্য দুই রাকাত সুন্নাত এবং দুই রাকাত ফরজ নির্দিষ্ট তথা ফজরের নামাজ মোট ২ নিয়ত ৪ রাকাত।

ফজরের নামাজ আগে সুন্নত না ফরজ

ফজরের নামাজের মধ্যে দুই নিয়ত চার রাকাত নামাজ পড়তে হয় এখানে এক নিয়ত সুন্নতে মুয়াক্কাদা এবং এক নিয়ত ফরজ। আগে কোনটা পড়তে হয় এ বিষয় নিয়ে অনেকেই কনফিউজ হয়ে যায়। তাই জেনে রাখা ভালো যে, ফরজ নামাজের আগে দুই রাকাত সুন্নতে মুয়াক্কাদা পড়তে হয় এবং পরে দুই রাকাত ফরজ নামাজ পড়তে হয়।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *