দুই সিজদার মাঝের দোয়া | সিজদার পর কি বলতে হয়
দুই সিজদার মাঝে নির্দিষ্ট একটা দোয়া রয়েছে, তবে এটা পড়া সুন্নত, মুস্তাহাব নাকি ওয়াজিব এ নিয়ে মতানৈক্য রয়েছে। এই দোয়াটির বিষয়ে অনেকেই মুস্তাহাব ব্যাখ্যা দিয়ে দেখেন আবার অনেকেই ওয়াজিবের অন্তর্ভুক্ত নয় বলে থাকেন। তবে অধিকাংশ উলামায়ে কেরামের মতে দুই সিজদার মাঝের দোয়া মুস্তাহাব।
তবে হাম্বলী মাযহাব মতে দুই সিজদার মাঝের দোয়া পড়ার বিধান ওয়াজিব বলে মনে করে থাকেন, কেননা রাসূল সাঃ নিয়মতান্ত্রিক ভাবে দুই সিজদার মাঝখানের দোয়া পড়তেন। তারা বলেন, নামাজ আল্লাহর জিকির থেকে খালি নয়। যেহেতু নামাজের প্রতিটা জিকির নামাজের মধ্যে ওয়াজিব, তাই দিসিজদার মাঝখানের দোয়াটাও অন্যান্য জিকিরের মত। সে ক্ষেত্রে অন্তত ‘আল্লাহুম্মাগ ফিরলি’ পড়লে ওয়াজিবিয়্যত আদায় হয়ে যাবে, তবে এর থেকে বেশি পড়া মুস্তাহাব। (এটা হাম্বলী মাযহাব মতে)।
তবে অধিকাংশ ওলামায়ে কেরাম যে মত দিয়েছেন, তথা দোয়াটি পড়া মুস্তাহাব এটিই অধিক গ্রহণীয়। তাছাড়া হাম্বলি মাযহাবে বিভিন্ন ওলামায়ে কেরাম এই মতটিই গ্রহণ করেছেন। কেননা ওয়াজিব হওয়ার ক্ষেত্রে কোন স্পষ্ট দলিল পাওয়া যায় না, সুতরাং আমরা জমহুর বা অধিকাংশ ওলামায়ে কেরামের মতটা গ্রহণ করব।
দুই সিজদার মাঝখানের দোয়া
দুই সিজদার মাঝে এই দোয়াটি পাঠ করা হয় اللّٰہُمَّ اغْفِرْ لِيْ وَارْحَمْنِيْ وَعَافِنِيْ وَاہْدِنِيْ وارْزُقْنِيْ তবে এই দোয়ার শব্দগুলোর ক্ষেত্রে হাদিসের মধ্যে ভিন্নতা রয়েছে কোথাও কম আবার কোথাও বেশি।
উচ্চারণ : আল্লাহুম্মাগ ফিরলি, ওয়ার হামনি, ওয়া আ’ফিনি ওয়াহদিনি, ওয়ারজুকনি।
অর্থ: হে আল্লাহ, আমাকে ক্ষমা করুন, আমার প্রতি রহম করুন, আমাকে সুস্থতা দান করুন, আমাকে হেদায়েত করুন এবং আমাকে রিজিক দিন।