যে ১০ কারণে অযু ভাঙবে না

কি কারণে ওযু ভাঙ্গে আবার কি কারণ পাওয়া গেলে ভাঙ্গে না এসব বিষয়ে আমাদের জেনে রাখা উচিত। যদিওবা অযু থাকার পরেও অযু করা সওয়াবের কাজ, তবে আমরা বিশেষ করে শীতকালীন সময়ে ওযু বেশি করতে চায় না।

এক কথায় বলতে গেলে ওযু ভঙ্গের কারণ জানার পাশাপাশি যে কাজ পাওয়া গেলে ওযু ভাঙ্গে না এটাও জানা জরুরী। যে ১০টি কারণে ওযু ভাঙবে না সেগুলো নিচে দেয়া হল:

  1. নির্গমন স্থান হতে গড়িয়ে পড়ে না এমন রক্ত দৃশ্যমাণ হওয়া
  2. রক্ত প্রবাহিত হওয়া ব্যতিরেকে গোশ্ত খসে পড়া, যেমন ইরকুল মদনী। ফারসী ভাষায় একে রশতহ বলা হয় (কুন্ঠ জাতীয় রোগ বিশেষ)।
  3. ক্ষতস্থান থেকে, কান থেকে ও নাক থেকে কোন কীট নির্গত হওয়া।
  4. পুরুষাঙ্গ স্পর্শ করা।
  5. নারী অঙ্গ স্পর্শ করা।
  6. এমন বমি যা দ্বারা মুখ পূর্ণ হয় না।
  7. শ্লেষ্মার বমি করা, যদিও তা পরিমাণে বেশি হয়।
  8. ঘুমন্ত ব্যক্তির এক দিকে এমনভাবে কাত হয়ে পড়া যে, (মাটির স্পর্শ থেকে) তার নিতম্ব সরে যাওয়ার সম্ভাবনা দেখা দেয়।
  9. মাটির সাথে আসন গেড়ে বসা ব্যক্তির ঘুম, যদি সে এমন বস্তুর সাথে ঠেস লাগিয়ে থাকে যে, ওটা সরিয়ে নিলে পড়ে যাবে। যাহিয়ী রেওয়ায়াত মতে এ দুটি অবস্থার বিধান একই।
  10. নামাযী ব্যক্তির ঘুমিয়ে পড়া, যদি সে সুন্নাত তরীকা মুতাবিক রুকু ও সাজদারত হয়। আল্লাহই তাওফীক দাতা।

উপরে উল্লেখিত দশটি কারণ থেকে যদি আপনার কাছে পাওয়া যায় তাহলে আপনার অজু ভাঙবে না তথা আবার অজু করতে হবে না নামাজ, কোরআন শরীফ ছুঁতে।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *