নাপাক কাপড় পাক করার পদ্ধতি

বীর্য যদি কাপড়ে লেগে শুকিয়ে যায় এবং নখ দিয়ে খুটে পুরোপুরি তোলা যায়, তাহলে এভাবে তুলে ফেলাই যথেষ্ট হবে। আর তা সম্ভব না হলে কিংবা ভেজা হলে কাপড় ধৌত করতে হবে। এটা এ বিষয়ক সকল হাদীসের সারকথা। ইমাম আবু হানীফা (রহ.) এ মতই পোষণ করেন।

উন্মুল মুমিনীন হযরত আয়েশা (রা.) বলেছেন- আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাপড় থেকে শুকনা মনী খুটে তুলে ফেলতাম।’ (সহীহ মুসলিম: ১/১৪০)

উন্মুল মুমিনীন থেকে অন্য রেওয়ায়েতে এসেছে যে, ‘রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনী ধুয়ে ফেলতেন। এরপর নামাযে যেতেন। (সহীহ মুসলিম: ১/১৪০)

অন্য হাদীসে এসেছে, উন্মুল মুমিনীন বলেন- ‘শুকনা হলে আমি তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাপড় থেকে খুটে ফেলতাম আর ভিজা হলে ধুয়ে ফেলতাম।'(সুনানে দারাকুতনী: ১/১২৫)

উল্লেখ্য যে, গাঢ় মনী খুটে তোলার দ্বারা কাপড় পাক হওয়ার যে কথা হাদীস শরীফ থেকে বোঝা গেল তা থেকে এ ধারণা করার সুযোগ নেই যে, মনী পাক। কেননা, মনী অবশ্যই নাপাক, তবে তা থেকে কাপড় পাক করার একটি পদ্ধতি হল খুব গাঢ় হলে খুটে তুলে ফেলা।

এ প্রসঙ্গে আল্লামা মুবারকপুরী (রহ.) বলেন- ‘মনী খুটে তোলার হাদীসগুলো থেকে মনী পাক হওয়া প্রমাণিত হয় না; বরং কাপড় পাক করার পদ্ধতি জানা যায়।'(তুহফাতুল আহওয়াযী সংক্ষেপিত: ১/৩১৮)

আরো পড়ুন:

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *