বর্তমানে কত টাকা থাকলে যাকাত ফরজ হয় 2024
আসসালামু আলাইকুম সবাইকে আমার অনেকেই বর্তমানে কত টাকা থাকলে যাকাত ফরজ হয় এ বিষয়ে জানতে গুগল করে থাকি। ইনশাল্লাহ এই আর্টিকেলটিতে এই বিষয়টি জানানোর পাশাপাশি আরো জানবো কি কি জিনিসের উপর যাকাত ফরজ হয় এবং ১০০০০০ টাকায় কত টাকা যাকাত আসে।
যাকাত
যাকাত ইসলামের পঞ্চ স্তম্ভের মধ্যে অন্যতম। এটি কেবল একটি ধর্মীয় কর্তব্যই নয়, বরং সমাজের অভাবী ও দুস্থদের জন্য এক গুরুত্বপূর্ণ সহায়তা ব্যবস্থা। যাকাতের মাধ্যমে ধনীদের সম্পদের একটি অংশ নির্ধারিত নিয়ম অনুযায়ী দরিদ্রদের মধ্যে বিতরণ করা হয়, যা সমাজে আর্থিক ভারসাম্য রক্ষা করে এবং সকলের জন্য ন্যায়বিচার প্রতিষ্ঠায় সহায়তা করে।
পবিত্র কুরআনে যাকাত আদায়ের নির্দেশ দিয়ে আল্লাহ তা’আলা বলেছেন, “তোমরা নামাজ কায়েম কর এবং যাকাত প্রদান কর।” (সুরা বাকারা: ১১০)।
যাকাতের মাধ্যমে ধনীরা তাদের সম্পদকে পবিত্রতা এবং দরিদ্রদের প্রতি সহানুভূতি ও সহায়তা প্রদর্শন করে।
বর্তমানে কত টাকা থাকলে যাকাত ফরজ হয় 2024
যাকাতের ন্যূনতম পরিমাণ:
ইসলামের পঞ্চ স্তম্ভের মধ্যে অন্যতম হল যাকাত। ধনী মুসলমানদের উপর দরিদ্রদের জন্য নির্ধারিত পরিমাণ সম্পদ দান করা ফরজ। ২০২৪ সালে যাকাতের নিসাব (সর্বনিম্ন পরিমাণ) নির্ধারণ করা হয়েছে ৭৫ হাজার টাকা। এর মানে যার কাছে এক বছর ধরে ৭৫ হাজার টাকা বা তার সমমূল্যের সম্পদ (যেমন, সোনা, রুপা, বাণিজ্যদ্রব্য) থাকে, তার উপর যাকাত আদায় হবে। (মসজিদুল আকবর কমপ্লেক্স) মুফতি মাসুম বিল্লাহ।
যাকাতের হার নির্ধারণ করা হয়েছে ২.৫%। অর্থাৎ, ৭৫ হাজার টাকার যাকাত হবে ১,৮৭৫ টাকা।
হাটহাজারী মাদরাসার ফাতওয়া
মূলত যাকাতের বিধান হচ্ছেঃ
কেউ যদি সাড়ে সাত ভরির কম সোনা ও সাড়ে বায়ান্ন ভরির কম রুপা কিংবা কিছু টাকা অথবা কিছু বাণিজ্যিক দ্রব্য আছে, যার সমষ্টি করলে সাড়ে বায়ান্ন ভরি রূপার সমান মূল্য বা তার চেয়ে বেশি হয় এই পরিমাণের মালের মালিক হয়। তাহলে ওই ব্যক্তির উপর যাকাত ফরজ।
আর বর্তমান দর ২০২৪ অনুযায়ী সাড়ে বায়ান্ন ভরি রুপার দাম ৮৪০০০ (চুরাশি হাজার) টাকা (সূত্র: হাটহাজারী মাদরাসার ফাতওয়া,১৬/৩/২৪ ঈসায়ি।)
সেই হারে ২.৫% অনুযায়ী হাজারে ২৫ টাকা হলে ৮৪ হাজার টাকার যাকাত হবে ২১০০ টাকা।
এই যাকাত ধনীদের ধন-সম্পদের পবিত্রতা বৃদ্ধি করে এবং দরিদ্রদের জীবনযাত্রার মান উন্নত করতে সাহায্য করে।
কি কি জিনিসের উপর যাকাত ফরজ হয়
যাকাত কেবল নগদ অর্থের উপর নয়, বরং সোনা, রুপা, ব্যাংকে সঞ্চয়কৃত টাকা, হজ, ঘরবাড়ি ও বিয়ের জন্য জমানো অর্থ, বাণিজ্যদ্রব্য, এমনকি পশু-উপরও আদায় করা হয়। যাকাতের নির্দিষ্ট কিছু নিয়ম-কানুন রয়েছে, যা সম্পর্কে জ্ঞান থাকা প্রয়োজন। যাকাত আদায়ের ক্ষেত্রে সন্দেহ হলে আলেম-উলামাদের সাথে পরামর্শ করা উচিত।
আমাদের সকলের উচিত নিজ নিজ সম্পদের উপর যথাযথভাবে যাকাত আদায় করা। এটি আমাদের ধর্মীয় কর্তব্য পালনের পাশাপাশি সমাজের সার্বিক উন্নয়নেও ভূমিকা রাখবে। মনে রাখবেন, যাকাত ধনীদের দায়িত্ব, দরিদ্রদের অধিকার।
যাকাত 2024 নিয়ে প্রয়োজনীয় তথ্য
- যাকাতের হার: যাকাতের হার হলো ২.৫%। অর্থাৎ, ৮৪,০০০ টাকার উপর যাকাত হবে ২,১০০ টাকা।
- যাকাতের ন্যূনতম পরিমাণ: বর্তমানে যাকাতের ন্যূনতম পরিমাণ ৭৫,০০০ টাকা নির্ধারণ করা হয়েছে।
- যাকাতের ধরন: যাকাত নগদ অর্থ বা সমমূল্যের অন্য যেকোনো প্রয়োজনীয় সামগ্রী দিয়ে আদায় করা যায়।
তথ্যসূত্রঃ [ সময় নিউজ ]
faq
১০০০০০ এক লক্ষ টাকায় কত টাকা যাকাত আসে?
এক লক্ষ টাকার যাকাত আসে ২৫০০ টাকা।
যাকাত কাদের দেওয়া যাবে না?
মা-বাবা, দাদা-দাদি, নানা-নানি, ছেলেমেয়ে, নাতি-নাতনি, ফকির-মিসকিন হলেও তাদের জাকাত দেওয়া যাবে না। বাকি যে কোন অসহায় ও দরিদ্রদেরকে যাকাত দেওয়া যাবে।
যাকাত কেন গুরুত্বপূর্ণ
ইসলামের পাঁচ স্তম্ভের মধ্যে অন্যতম হল যাকাত। এটি কেবল ধর্মীয় কর্তব্য নয়, বরং আমাদের সমাজের স্থিতিশীলতা ও সমৃদ্ধির জন্য অপরিহার্য। যাকাতের মাধ্যমে সমাজের ধনী ও দরিদ্রের মধ্যে ভারসাম্য রক্ষা করা হয়, যা একটি ন্যায়ভিত্তিক ও টেকসই সমাজ গঠনের ভিত্তি স্থাপন করে।
সমাজে আর্থিক ভারসাম্য রক্ষা
যাকাত সমাজের অর্থনৈতিক বৈষম্য দূরীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ধনীদের সম্পদের একটি নির্দিষ্ট অংশ গরিব ও অভাবীদের মধ্যে বিতরণের মাধ্যমে সমাজের সকল স্তরের মানুষের জীবনযাত্রার মান উন্নত করা সম্ভব হয়। যাকাতের মাধ্যমে ধনীদের সম্পদের প্রতি আল্লাহর অধিকার স্বীকার করা হয় এবং সমাজের সকল স্তরের মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও সহযোগিতা বৃদ্ধি পায়।
দরিদ্র ও অভাবীদের জীবনযাত্রার মান উন্নয়ন
যাকাত দরিদ্র ও অভাবীদের জীবনে আশার আলো জ্বালায়। যাকাতের অর্থ দিয়ে তারা তাদের মৌলিক চাহিদা পূরণ করতে পারে, যেমন খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসা। যাকাত তাদের স্বাবলম্বী হতে সাহায্য করে এবং তাদের জীবনে নতুন সুযোগ তৈরি করে।
সমাজে সহানুভূতি ও সহযোগিতা বৃদ্ধি
যাকাত সমাজে সহানুভূতি ও সহযোগিতা বৃদ্ধি করে। ধনীদের মধ্যে দরিদ্র ও অভাবীদের প্রতি সহানুভূতি জাগ্রত করে এবং তাদের সাহায্য করার জন্য অনুপ্রাণিত করে। যাকাতের মাধ্যমে সমাজের সকল স্তরের মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও ঐক্যবদ্ধতা বৃদ্ধি পায়।
কিছুকথা
যাকাত ইসলামের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা যা সমাজের স্থিতিশীলতা ও সমৃদ্ধির জন্য অপরিহার্য। যাকাতের মাধ্যমে সমাজের ধনী ও দরিদ্রের মধ্যে ভারসাম্য রক্ষা করা সম্ভব, যা একটি ন্যায়ভিত্তিক ও টেকসই সমাজ গঠনের ভিত্তি স্থাপন করে। যাকাত কেবল ধর্মীয় কর্তব্য নয়, বরং মানবিক দায়িত্বও বটে।
বিশেষ দ্রষ্টব্যঃ
বর্তমানে কত টাকা থাকলে যাকাত ফরজ হয় 2024 আমাদের এই আর্টিকেলে কোথাও যদি ভুল হয়ে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানানোর অনুরোধ রইলো। ইনশাল্লাহ পরবর্তী আপডেটে শুধরে নেবো। সৌজন্যে namajer niyom